...

Balai Chandra Paul

Principal

Principal Message


এসেছে নতুন শতাব্দী। বদলে চলেছে সময়। হারিয়ে যায় অতীত। হারানোর ব্যথা অনেক। পরিবর্তিত হয়েছে পৃথিবী। রুপান্তরের ছোঁয়া সর্বত্রই। উন্নয়নের তীব্রতা সার্বজনীন নতুনত্বের প্রত্যাশা সকলের।

 

শিক্ষাই জীবনের বিকাশ। আমরা শিক্ষাই প্রাভাবিত। জীবনের শরুতেই শিক্ষা, জীবনের শৈল্পিকতায় শিক্ষা, বাণিজ্যের জন্য শিক্ষা, দক্ষতার জন্য শিক্ষা ও জীবন্নোয়নের জন্য শিক্ষা। শিক্ষার গুরুত্ব সার্বজনীন।

 

ডাঃ সাইফুল ইসলাম ডিগ্রি কলেজ, কাটগড়া একটি ব্যতিক্রমধর্মী আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। ইতোমধ্যে স্থানীয় জনগণের আশা আকাঙ্খার কেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছে। শত প্রতিকুলতার মধ্য দিয়ে “কাটগড়া কলেজ” ২০১২ সালে সরকারি বিধি মোতাবেক বর্তমান নামে রুপান্তরিত। সকলের অক্লান্ত পরিশ্রম আর প্রচেষ্ঠার ফসল এটি। একটা সময় ছিল এই অঞ্চলের সাধারণ মানুষ উচ্চ শিক্ষার আলো থেকে বঞ্চিত। এখানে একটি কলেজ প্রতিষ্ঠা ছিল স্বপ্নের মত। আমরা ও আমার সহকর্মীদের আন্তরিক প্রচেষ্টা ও এলেকাবাসীর সহযোগিতায় ১৯৯৯ সালে সেই স্বপ্নের দুয়ার খুলে যায়। দীর্ঘ বেতনহীনতাও আমাদের মনোবলকে এতটুকু দমাতে পারিনি, আমরা শিক্ষার আলো নিয়ে এলাকার দরিদ্র ও অশিক্ষিত জনগোষ্ঠির মাঝে নিরন্তর শিক্ষা বিস্তারে প্রয়াস অব্যাহত রেখেছি।

 

বর্তমান কলেজে উচ্চ মাধ্যমিক (বিএমটি) শাখায় ২০০৭ সাল এবং উচ্চ মাধ্যমিক শাখায় ২০১৪ সাল হতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র চালু রয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক (পাস) কোর্সে বিএ, বিএসএস  ও বিবিএস খোলা হয়েছে। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত হচ্ছে ০৫ টি ট্রেড।

 

আশা করি, এলাকার ঐতিহ্য ও গর্বের প্রতিষ্ঠান হয়ে উঠবে ডাঃ সাইফুল ইসলাম ডিগ্রি কলেজ, কাটগড়া। এজন্য নিবিড় সমন্বিত উদ্যেগ, এলাকাবাসি, সম্মানিত অভিভাবক মন্ডলী এবং গভর্ণিং বডির নিবিড় তত্ত্বাবধান এবং সযত্ন পরিচর্যা। সকরের সম্মিলিত প্রচেষ্টায় আমাদের একদিন এ স্বপ্ন বাস্তবায়িত হবে আশা করি।

 

বলাই চন্দ্র পাল

অধ্যক্ষ

ডাঃ সাইফুল ইসলাম ডিগ্রি কলেজ, কাটগড়া

মহেশপুর, ঝিনাইদহ।

Notice Board

সুবর্ণজয়ন্তী কর্ণার

Our Events

36

TEACHERS

706

STUDENTS

14

CLASS

0

EVENTS

Our Teachers

Copyright © 2019 Dr. Shaiful Islam Degree College, Katgara. All rights reserved.





.

News :

এইচএসসি পরীক্ষা-২০২৪ ফরমপূরণ আগামী ০৫/০৫/২০২৪ খ্রি. তারিখ পর্যন্ত চলবে।     ***